শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১২:১৭

অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না কন্ঠশিল্পী আবদুল জব্বার

অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না কন্ঠশিল্পী আবদুল জব্বার

বিনোদন ডেস্ক : অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না নন্দিত কন্ঠশিল্পী আবদুল জব্বার।  একটি গণমাধ্যমকে এমন কথাই জানিয়েছেন তিনি।

রাগ-অভিমান ও ক্ষোভ প্রকাশ করে নন্দিত কন্ঠশিল্পী আবদুল জব্বার বলেন,।মৃত্যুর পরে আমি কোনো সম্মাননা চাই না।  বেঁচে থাকতেই যদি কিছু না পাই, মৃত্যুর পরে সেটি দিয়ে কি করব।  

বর্তমানে তিনি অসুস্থ।  অর্থের অভাবে চিকিৎসা নিতেও দারুণ হিমশিম খাচ্ছেন তিনি।  

আবদুল জব্বার বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও আমি মুক্তিযোদ্ধা ভাতা পাই না।  দেশের জন্য যাদের কোনো অবদান নেই আজ তারা সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।  আমাদের যা দেয়া হচ্ছে তা শুধুই ভিক্ষা।  এই ভিক্ষার আর কোনো প্রয়োজন নেই।  ভিক্ষবৃত্তির এ জীবন আর ভালো লাগে না।

জীবনের শেষপ্রান্তে এসে এই কিংবদন্তীর শিল্পী কারো কাছে প্রকাশও করতে পারছেন না।  আবেগাল্পুত হয়ে তিনি বলেন, বেশ ক’বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও সুযোগ পাইনি।  আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনমুতি পাই না।  

নন্দিত এই কন্ঠশিল্পী বলেন, দেশের জন্য যেসব শিল্পী জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কন্ঠ দিয়ে জাতিকে উদ্ভুদ্ধ করেছেন, তারা আজ কোন অবস্থায় কে খবর রাখে।

‘সালাম সালাম হাজার সালাম, জয় বাংলার জয়, তারা ভরা রাতে, ওরে নীল দরিয়াসহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার।  এদেশের আপামর মানুষের মনের মুকুরে বিরাজ করছেন তিনি।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে