শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৯:৫৩

প্রিয়াঙ্কা হতে চান ছোট্ট শহরের সেই মেয়েটি

প্রিয়াঙ্কা হতে চান ছোট্ট শহরের সেই মেয়েটি

বিনোদন ডেস্ক : ছোট শহর থেকে এসে কীভাবে নিজের প্রতিভায় ধীরে ধীরে একদম উপরের সারিতে পৌঁছানো যায় তার জ্বলন্ত উদাহরণ ওয়াল্র্ড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।  ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা হয়ে থেমে থাকেননি তিনি।  শুধু বলিউড নয় হলিউডের মূল স্রোতেও তাকে সবাই এক ডাকে চেনেন।  এমনটাই হতে চান সেই মেয়ে রুহি সিং।

কে এই রুহি? গতকাল ১৯ ফেব্রুয়ারি তার ছবি 'ইশ্‌ক ফরএভার' মুক্তি পেয়েছে।  এর আগেই অবশ্য মধুর ভান্ডারকরের ছবি 'ক্যালেন্ডার গার্লস' অভিনয় করা হয়ে গেছে।  

তবে তা তেমন একটা সাড়া পায়নি।  দ্বিতীয় ছবি নিয়ে আশাবাদী এই নায়িকা। রুহি বলিউডে আসার আগে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নেন।  সেখান থেকে 'মিস ইউনিভার্সাল পিস অ্যান্ড হিউম্যানিটি' খেতাব জেতেন।  নজরে পড়ে যান বলিউডের।  প্রিয়াঙ্কার মতো তিনিও ছোট শহর জয়পুর থেকে উঠে এসেছেন।  প্রিয়াঙ্কাকেই নিজের আদর্শ বলে মনে করেন রুহি।

তিনি বলেন, আমি আগামীদিনে যেমনটা হতে চাই প্রিয়াঙ্কা  চোপড়া তার পারফেক্ট উদাহরণ।  ওর নিজের প্রতি যেমন আত্মবিশ্বাস রয়েছে তেমনই স্মার্ট। আর যেটা আমার সবথেকে ভালো লাগে তা হলো, ও কখনই নিজের সেরাটা দেয়ার আগে সন্তুষ্ট হয় না।  আমি ওর দেখানো পথেই হাঁটতে চাই।  বলিউড ক্যারিয়ার তো বটেই, প্রিয়াঙ্কার মতো নিজের গানের অ্যালবামও বের করতে চাই।'

পিগ্গি চপ্‌সের কানে এ প্রশংসা পৌঁছেছে কিনা জানা নেই।  কারণ তিনি এখন হলিউডে পরবর্তী ছবি 'বেওয়াচ'-এর শ্যুটিং নিয়েই ব্যস্ত।  এর আগে টেলিভিশনে বেওয়াচ সিরিজে অভিনয় করে দুনিয়াকে তাক লাগিয়েছিলেন প্যামেলা অ্যান্ডারসন।  এখন সেই চরিত্রেই হলিউড মাতাতে তৈরি প্রিয়াঙ্কা।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে