শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৫:৫৬

দুজনের 'দোস্তানা' আজও দৃঢ়

দুজনের 'দোস্তানা' আজও দৃঢ়

বিনোদন ডেস্ক : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক তিক্ত-মধুর হলেও বোঝাপড়া যথেষ্ট ছিল, নিজের জীবনীতে এমনটাই জানালেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, অমিতাভের সঙ্গে মতের অমিল থাকলেও, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয়নি। জীবনীগ্রন্থ প্রকাশের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিগ বি নিজেই।

৭ বছর ধরে সাক্ষাতকার নেওয়ার পর ভারতী প্রধানের লেখা শত্রুঘ্নের জীবনী গ্রন্থ 'এনিথিং বাট খামোশ: দ্য শত্রুঘ্ন সিনহা বায়োগ্রাফি'-তে বিভিন্ন বিষয়ের পাশাপাশি উঠে এসেছে তার এবং বিগ বি-র ব্যক্তিগত সম্পর্কের কথা। 'বম্বে টু গোয়া', 'পরোয়ানা', 'দোস্তানা' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অমিতাভ-শত্রুঘ্নকে। শত্রুঘ্ন জানিয়েছেন, তাদের পুরোনো দিনের অভিজ্ঞতার কথা সেই বইতে লিখেছেন তিনি।

তিনি বলেন, যদি আমি সেসব পুরোনো কথা না বলতাম, তবে এটা সত্যি বায়োগ্রাফি হয়ে উঠত না। সেই সময় দুজনেই তরুণ, দুজনেই স্টারডামের পিছনে দৌড়েছেন। এটাই গণতন্ত্র। কিন্তু তাই বলে তিনি যে অমিতাভের বিপক্ষে নন, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শত্রুঘ্ন।

শত্রুঘ্ন বলেন, আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। আমাদের মধ্যে লড়াইও হয়েছে। তবে তার মানে এই নয় যে, সেটা আমরা এখনো বয়ে নিয়ে চলেছি। তিনি বলেন, তার এই বায়োগ্রাফি শুধু সাদা বা কালো নয়, এতে মিশে রয়েছে জীবনের ধূসর রঙও।

প্রসঙ্গত, ২০০৭-এ অমিতাভ-শত্রুঘ্ন সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হয়। ছেলে অভিষেকের বিয়েতে শত্রুঘ্নকে নিমন্ত্রণ জানাননি অমিতাভ। পরে শত্রুঘ্নর বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠিয়েছিলেন বিগ বি। তা নিতে অস্বীকার করেন শত্রুঘ্ন।

বায়োগ্রাফি প্রকাশের অনুষ্ঠানে অমিতাভের দরাজ প্রশংসা করেছেন শত্রুঘ্ন। তিনি বলেন, অমিতাভ খুব উচ্চমানের অভিনেতা। শুধু তাই নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। অনুষ্ঠানে হাজির অমিতাভ বলেন, শত্রুঘ্ন তার থেকে বয়সে ছোট। বড়দের সম্পর্কে কিছু জানাতে চাইলে সে অধিকার তার আছে।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে