শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৭:৫৪

অস্বস্তিতে সালমান খান

অস্বস্তিতে সালমান খান

বিনোদন ডেস্ক : সুপ্রিম কোর্টে অস্বস্তি বাড়ল সালমান খানের। হিট অ্যান্ড রান মামলায় তার মুক্তির নির্দেশ কেন খারিজ হবে না? সালমানের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। বৃহস্পতিবার, বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মহারাষ্ট্র সরকারের দায়ের করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সালমানের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, দুর্ঘটনার দিন সালমান গাড়ি চালাচ্ছিলেন এমন প্রমাণ নেই।

শুধুমাত্র একজনের সাক্ষ্যের ওপর নির্ভর করে তার মক্কেলকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। পাল্টা যুক্তি দেন সরকারি আইনজীবী। দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি জেএস খেহর এবং বিচারপতি সি নাগাপ্পন সালমান খানকে নোটিস দেন। বেকসুর খালাসের নির্দেশ কেন খারিজ হবে না, লিখিতভাবে তার জবাব দিতে হবে সালমানকে। নোটিসের জবাব দেয়ার জন্য সালমানকে ছয়সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ছয়সপ্তাহ পর ফের শুনানি শুরু হবে বলে জানা যায়।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে