রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:১৬:১৬

পূর্ণ সমর্থন জানালেন অক্ষয় কুমার

পূর্ণ সমর্থন জানালেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : ভারতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাথায় এবার থেকে উড়বে ভারতের জাতীয় পতাকা৷ ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার৷

বি-টাউনে নায়কদের মধ্যে অক্ষয় বরাবরই দেশাত্মবোধের কথা বলে এসেছেন৷ কোনও দল বা মতে গা ভাসানো নয়, দেশের জন্য যেটাই তার ভালো মনে হয়, সেটার স্বপক্ষেই কথা বলেন তিনি৷ শুধু ছবির প্রচার বা প্রমোশনের নিরিখে যে তিনি দেশপ্রেমের বন্যা বইয়ে দেন, সে কথাই প্রমাণ করলেন অক্ষয়৷

ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাথায় জাতীয় পতাকার ওড়ানোর এই সিদ্ধান্তকে সমর্থন করে অক্ষয় জানালেন, ‘‘তেরঙা সবসময় আমাদের উদ্দীপ্ত করে৷ এই সিদ্ধান্ততে আমি তাই আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি৷ কেনই বা এই পতাকা আমাদের সেরাটা টেনে বের করে আনবে না? আমাদের উৎসাহিত করবে না? ’’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘এয়ারলিফ্ট’৷ সে ছবিতেও এক দেশবাসী একক কৃতিত্বে কী করতে পারেন, সে কথাই উঠে এসেছিল৷ অক্ষয়ের নিজের সঙ্গেও এ চরিত্রের অনেক মিল৷ বলিউডের অনেকেই যখন হিসেবনিকেশ করে মন্তব্য করেন, তখন অক্ষয় সরাসরি তার মনের কথাটি জানিয়ে দিতে দ্বিধাবোধ করেন না৷

আর তাই পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গী হামলার পর নায়ক জানিয়েছেন, যারা এই কাজ করেছে, ঘরে ঢুকে তাদের মেরে আসা উচিত৷ সহিষ্ণুতার পক্ষে থেকেও তার মত ছিল, দেশের এবার প্রত্যাঘাত করার সময় এসেছে৷ অক্ষয়ের দেশভাবনার সেই পরিচয় আরও একবার পাওয়া গেল৷

সারা দেশ যখন ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দ্বিধাভক্ত, তখন কোনও দলের পরোয়া করলেন না তিনি৷ উগ্র জাতীয়তাবাদ যখন প্রশ্নের মুখে, তখন কী বললে কে কী মনে করবে না ভেবে, দেশবাসী হিসেবে নিজের আবেগ আটকে রাখলেন না অক্ষয়৷

২১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে