রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৯:৩৪

এবার বিজ্ঞাপন ভুবন মাতাতে আসছেন সাজু খাদেম

এবার বিজ্ঞাপন ভুবন মাতাতে আসছেন সাজু খাদেম

স্পোর্টস ডেস্ক: ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রাখা সাজু খাদেমের অভিনয়ে মুগ্ধ দর্শক সমাজ। ছোট পর্দা দিয়ে যাত্র শুরু হলেও অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচিত্রে।

তবে এবার তিনি হাজির হচ্ছেন বিজ্ঞাপনে। প্রথমবারের মতো সাজু খাদেমকে মডেল হিসেবে দেখা যাবে বিজলী ক্যাবলের টিভিসিতে। এটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ।
 
বিজ্ঞাপনে নিজের প্রথম অভিনয় প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘নাটক-চলচ্চিত্রের সঙ্গে বিজ্ঞাপনেও হাজির হয়ে গেলাম। আসলে বিজ্ঞাপনের থিমটি বেশ সুন্দর ছিল বলে কাজ করেছি। আর রাজের সঙ্গে কাজ করাটা সবসময়ই এনজয় করি। তাকে ধন্যবাদ তিনি আমাকে মডেল হিসেবে ভেবেছেন। আমার ধারণা ছিলো না যে আমিও মডেল হতে পারি। বেশ সারপ্রাইজড আমি। ভালো একটি বিজ্ঞাপন হয়েছে। আশা করছি প্রচারে গেলে ভালো লাগবে দর্শকদের।’

রাজধানীর রোজ গার্ডেন বিজ্ঞাপনটির শ্যুটিং  চলছে। এছাড়া চলবে আরও দুই দিন।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে