রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৩:০৯

যুবরাজের প্রশ্ন, মায়ের উপর ছেড়ে দিল হ্যাজেল

যুবরাজের প্রশ্ন, মায়ের উপর ছেড়ে দিল হ্যাজেল

বিনোদন ডেস্ক : কিছু দিন থেকেই ভারতীয় ক্রিকেট ও বলিউড পাড়ার দৃষ্টি তাদের দু'জনের দিকে। অবশ্য এর পেছনে যুক্তিসংগত কারণও রয়েছে। গত নভেম্বরে দু’জনের বাগ্‌দান পর্ব শেষ হয়েছে। তারপর থেকেই জল্পনা চলছে যুবরাজ সিংহ-হ্যাজেল কিচের বিয়েটা কবে হবে তা নিয়ে। ক্রিকেট ও বলিউডের দুই তারকার ঘনিষ্ঠমহল থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, চলতি বছরের শুরুর দিকেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দু’জনে।

হ্যাজেল অবশ্য বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারটা ছাড়ছেন যুবরাজের মা শবনম সিংহের ওপর। শনিবার যুবির সঙ্গে একটি পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলেন হ্যাজেল। ঘটনাচক্রে, বিয়ের পোশাক ও প্রসাধনই সেই পত্রিকাটির বিষয়বস্তু।

যুবরাজের কাছে এক সাংবাদিক জানতে চান, তাঁদের বিয়েটা কবে হচ্ছে? বাঁহাতি ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে বল ঠেলে দেন বাগ্‌দত্তার কোর্টে। হ্যাজেলকে যুবরাজ প্রশ্ন করেন, ‘‘আমাদের বিয়েটা কবে হচ্ছে?’’ হ্যাজেলও স্টেপ আউট করতে ছাড়েননি।

তাঁর সপ্রতিভ জবাব, ‘‘সেটা তোমার মা’কে জিজ্ঞেস করো।’’ ব্যাকফুটে গিয়ে যুবরাজ সেই সাংবাদিককে জানিয়ে দেন, ‘‘আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তবেই দিনটা জানাতে পারব।’’

হ্যাজেল নিজেই পরে গোটা ঘটনাটির ভিডিও টুইট করেন। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এমনিতেই তিনি প্রবলভাবে সক্রিয়। টুইটার বা ফেসবুকে সারাক্ষণই কিছু না কিছু পোস্ট করতে থাকেন। ভিডিওতে দু’জনকে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে। খুনসুটিও করেছেন দু’জনে।

হ্যাজেল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় যুবরাজ পিছনে দাঁড়িয়ে মুখভঙ্গি করছিলেন। যা নিয়ে হ্যাজেলের টুইট, ‘যুবরাজ!  আমি জানতাম না যে, তুমি আমার পিছনে দাঁড়িয়ে বারবার মুখভঙ্গি করছিলে’।
২১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে