স্পোর্টস ডেস্ক: এতদিন নানান ধাঁচের গান গাইলেও এই প্রথম ফোঁক গানে কণ্ঠ দিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। সম্প্রতি প্রথবারের মতো একটি ফোঁক গানে কণ্ঠ দিলেন তিনি। ‘নিশি রাইতে চান্দের আলো’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীতপরিচালনা করেছেন ইমরান নিজেই। গানটি থাকবে ইমরান এবং তাহসানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’এ। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
গানটি নিয়ে ইমরান বলেন, ‘নানান ধাঁচের গান করলেও আগে কখনই ফোঁক গান করা হয়নি। আসলে ফোঁক ঘরানার গানগুলো বিশেষ গুরুত্ব বহন করায় এতদিন নিজেকে ফোঁকের গানের জন্য প্রস্তুত করছিলাম। মূলত চেষ্টায় আছে শ্রোতাদের ভালো কিছু উপহার দেয়ার।’
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর