বিনোদন ডেস্ক : অবশেষে দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করে দিলেন দক্ষিণের জনপ্রিয় তারকা ধানুশ। নায়িকার স্বামীকেও ছাড় দিলেন না ধানুশ। দুজনের নামেই মামলা ঠুকে দিলেন অভিনেতা।
১৬ নভেম্বর তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। ১৮ নভেম্বর ছিল নয়নতারার জন্মদিন। সেদিনই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে লেডি সুপারস্টারের জীবনের কিছু মুহূর্ত নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘নয়নতারা—বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’।
তার আগে ট্রেলারে তিন সেকেন্ডের এক ভিডিওর জন্য নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ধনুশ। অভিযোগ ছিল, ধনুশের প্রযোজিত একটি ছবির কিছু বিহাইন্ড দ্য সিন অনুমতি না নিয়ে ব্যবহার করা হয়েছে।
বিষয়টা অতটা সিরিয়াসলি না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনুশকে এক খোলা বার্তা দিয়েছিলেন। অনুরোধ করেছিলেন, প্রতিহিংসাপরায়ণ না হতে। কিন্তু সেটা আর হলো না। শেষ পর্যন্ত মামলা করেই ছাড়লেন ধানুশ।
নয়নতারা, তার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইজ রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্টে এই মামলা করেছেন তিনি। তার আইনজীবী পি এস রামান আদালতে এই মামলার অনুমতি চেয়ে আবেদন করেন।
অন্যদিকে নয়নতারা এবং নেটফ্লিক্সের পক্ষে আইনজীবী সতীশ পরাশরণ এবং আর পার্থসারথি এই আবেদনকে চ্যালেঞ্জ জানান। শুনানি শেষে বিচারক ধনুশের আবেদনে সম্মতি দেন।