বিনোদন ডেস্ক : মডেলিংয়ে এবার হিজড়ারা! প্রথমবারের মত এলজিবিটি এনজিও মিত্র ট্রাস্ট এবং রুদ্রাণী ছেত্রী চৌহানের উদ্যোগে কাজ শুরু করতে যাচ্ছে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার মডেল এজেন্সি। প্রথম মডেল কারা হবেন এ নিয়ে ছিল জল্পনা। শেষ পর্যন্ত নাম ঘোষণা করা হয় ৩ জনের। তারা হলেন স্নেহা, শ্রী এবং নীহারিকা।
হিজড়াদের নিয়ে প্রথম পর্বের বাছাই হয় ৭ ফেব্রুয়ারি। প্রায় ৩০ জন ছিলেন তালিকায়। বিচারক ছিলেন চারজন— সেলিব্রিটি স্টাইলিস্ট ঋষি রাজ, ফ্যাশন ডিজাইনার নিদা মাহমুদ, কিংফিশার মডেল হান্ট ১৬ জয়ী ঐশ্বর্য সুস্মিতা এবং রুদ্রাণী ছেত্রী চৌহান।
তারাই বেছে নেন ৩ হিজড়া মডেলকে, যারা হতে যাচ্ছেন সেদেশের প্রথম ট্রান্সজেন্ডার মডেল। শুধু মডেলিং নয়, বনি কাপূরের পরবর্তী ছবিতে অভিনয়েরও সুযোগ পেয়েছেন এদের ২ জন।
ভারতের জয়পুরে জন্ম নেয়া স্নেহার বয়স ২২। পরিবারের সদস্যরা মেনে নিতে পারেননি স্নেহার পরিবর্তন। মানসিক চাপে তার স্কুল ছাড়তে হয়। ১৮ বছর বয়সে দিল্লি চলে যান তিনি। কাজের ক্ষেত্রে সুযোগের অভাবে অন্য পেশা বেছে নেন। মডেল হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রথম থেকেই। এবার স্বপ্ন পূরণ হতে চলেছে স্নেহার।
দিল্লিতে জন্ম নেয়া শ্রীর বয়স ২৩। বহুমুখী প্রতিভার শ্রী একজন নৃত্যশিল্পী। নিজেই নিজের পোশাক ডিজাইন করেন তিনি। ছোট বয়সেই পরিবার তাকে বর্জন করে। একবার একটি টেলিভিশন অনুষ্ঠানে চরম অপমানিত হন তিনি।
২৩ বছর বয়সী নীহারিকার বাড়িও দিল্লিতে। অনেক অল্প বয়সেই অন্য পেশা বেছে নেন নীহারিকা। নিজের শারীরিক পরিবর্তনটা মানতে পারেননি প্রথমটায়। ১৭ বছর বয়সে আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন তিনি। মায়ের চিকিৎসা থেকে বোনদের পড়াশোনার খরচ— সবই দিতে হয় তাকে। কষ্টের মধ্যেও স্বপ্নটা ছিল নীহারিকার।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম