বিনোদন ডেস্ক : চলতি বছর যে কয়জন তারকার দ্বন্দ্ব জনসম্মুখে এসেছে তাদের মধ্যে অন্যতম পরীমনি-বুবলী। ঢাকাই সিনেমার এই দুই জনপ্রিয় নায়িকা বেশ কয়েকবার তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সামাজিক মাধ্যমে সেই যুদ্ধ দেখেছেন অনুরাগীরা। আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে।
পরীমনির দাবি ছিল, তার ভিডিও নকল করে ভিডিও বানিয়েছেন ববুলী। এরপরই পাল্টা জবাব দেন বুবলী। পরীমনি ও বুবলীর এ দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি।
তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন। যদিও সেই ঘটনা ৯ মাস আগের। দুজনের মাঝে আর বাক-বিতন্ডা দেখা যায়নি পরবর্তীতে।
এবার দীর্ঘ ৯ মাস পর বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পরীমণি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠে আসে। সেখানে পরীমণি বলেন, আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন!
এই নায়িকা আরও বলেন, বুবলীর বোনকে তো আমি চিনতামই না।
তার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।
তিনি বলেন, আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।
এ সময় অপুকে নিয়ে নায়িকা বলেন, অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।