সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৫:০৪

বলিউড সুপারস্টার রনবীর কাপুরের সেলফিতে মেহজাবীনের বন্দি হওয়ার মুহূর্ত

বলিউড সুপারস্টার রনবীর কাপুরের সেলফিতে মেহজাবীনের বন্দি হওয়ার মুহূর্ত

বিনোদন ডেস্ক : সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। সেখানে অংশ নিতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। 

এই উৎসবে সম্প্রতি বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনয়শিল্পীর সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় অভিনেত্রীকে। যেসব ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। এরমধ্যে নজর কেড়েছে বলিউড সুপারস্টার রনবীর কাপুরের সেলফিতে মেহজাবীনের বন্দি হওয়ার মুহূর্ত। 

রবিবার (৮ ডিসেম্বর) রেড সি উৎসবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’-এর প্রদর্শনী। সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী। মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন।

প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন। আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায়, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ওই ছবিতে রণবীর মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছিলেন।

এ সময় মেহজাবীন পড়েছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পড়েছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট।

কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে ছবি তোলার সময় অভিনেত্রীকে বিজয়ের ‘ভি চিহ্ন’ প্রদর্শন করতেও দেখা যায়। ছবিটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। রণবীর কাপুরের বাঙালি ভক্তরাও বেশ উচ্ছ্বসিত মেহজাবীনের সঙ্গে তার সেলফি দেখে।
উৎসবের প্রথম দিন থেকে হাজির আছেন মেহজাবীন। অভিনেত্রী নিজেই উৎসবের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরমধ্যে দেখা মিলেছে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে একান্তে ছবি তুলতে। এবার রণবীর কাপুরের সঙ্গে তুললেন সেলফি। সব মিলিয়ে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময়টা বেশ দারুণ কাটছে অভিনেত্রীর তা বলাই বাহুল্য।

রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীনের ‘সাবা’ সিনেমাটি। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। এবারের উৎসবে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে এসব চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। ৫ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ১৪ ডিসেম্বর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে