বিনোদন ডেস্ক : আলোচিত ও সমালোচিত জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যার আশপাশে ঝামেলার কোনো শেষ নেই। একের পর এক লেগেই আছে। যার কারণে বহুবার হয়েছেন সংবাদের শিরোনামে। আর প্রভার এসব ঝামেলার দেখা মিলবে ‘ঝামেলা আনলিমিটেড’ নামের একটি ধারাবাহিক নাটকে।
সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। আহসান আলমগীরের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করছেন শামীম জামান। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হচ্ছে। দর্শকের জন্য বিশেষ চমক হবে বলে আশা করছি।
নতুন এ ধারাবাহিকে প্রভা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন। নাটকে আরও রয়েছেন মামুনুর রশীদ, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, কল্যাণ কোরাইয়া, ওয়াহিদা মল্লিক জলি, সোনিয়া হোসেন, তারেক স্বপন, সঞ্জীব আহাম্মেদ, আমানুল হক হেলাল প্রমুখ। নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস