শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৩০:১৯

দুর্ঘটনায় অপূর্ব ও তাসনিয়া ফারিণ আহত

দুর্ঘটনায় অপূর্ব ও তাসনিয়া ফারিণ আহত

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। তুমুল জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটক নির্মাণের মাধ্যমে তিনি দর্শকমহলে সবচেয়ে বেশী আলোচনায় আসেন। এরপর দর্শকদের পাশাপাশি ভক্ত-অনুরাগীদের অনেক নাটক উপহার দিয়েছেন।

‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

এরপর বলেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন।’ আরেকজনের ভাষ্য , ‘ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে