বিনোদন ডেস্ক : হায়দ্রাবাদের ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার চিক্কাদপল্লী থানা থেকে মেডিক্যাল চেকাআপের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর গান্ধী হাসাপাতালে নিয়ে গেছে বলে খবর প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম দি ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আল্লুর শারীরিক পরীক্ষা করা হবে।
আল্লু আভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন, আয়োজক ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।
ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু।
এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরো খারাপ করে তোলে বলে জানিয়েছে পুলিশ।