বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে, গেল অক্টোবরে রেড কার্পেটে হেঁটে সবাইকে চমকে দিয়েছিলেন। করণ, রেড কার্পেটে সন্তান সম্ভবা এই অভিনেত্রীকে চমকে গিয়েছিল সবাই। ফের নতুন চমক। এবার সন্তান নিয়ে একেবারে ভিন্নভাবে হজির হলেন তিনি।
শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসাভরা ছবি শেয়ার করেছেন রাধিকা। ছবিতে দেখা যাচ্ছে, একদিকে রাধিকা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন। অপর দিকে ল্যাপটপে কাজ করছেন তিনি। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং।
যদিও ছেলে না মেয়ে হওয়ার খবর রাধিকা জানাননি। রাধিকার বন্ধু সারা আফজল অভিনেত্রীর পোস্টে লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় মেয়েরা। আর এতে স্পষ্ট যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।
২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।