সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৬:৫৩

বলিউডে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন যে ৫ তারকা

বলিউডে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন যে ৫ তারকা

বিনোদন ডেস্ক : একটা সময় অনেক বলিউড স্টার কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তখন সত্যিই তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল গাড়ি-বাড়ি, টাকা সব। অনেকের ধারণা, বলিউড মানেই লাইমলাইটের মধ্যমণি হয়ে থাকা, গ্ল্যামার, পার্টি, পেজ থ্রি, প্রচুর টাকা।

এমন ধারণা অনেকটা ঠিক। কিন্তু এর আড়ালেও আরও এক বলিউড লুকিয়ে থাকে। সেই চিত্রটা খুব একটা আলো ঝলমলে নয়ম বেদনাদায়ক। তাহলে চলুন হাসির আড়ালেও কষ্ট লুকিয়ে থাকা এবং বলিউডের অলিন্দে লুকিয়ে থাকা আরেক বলিউডের কথা জেনি নিই। দেখে নিই এমন কিছু স্টারদের তালিকা যারা এক সময় সব হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন।

১। শ্বেতা বসু প্রসাদ: ছোট থেকেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। অসামান্য অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কারও জেতে নেন তিনি। তবে এমন একটা সময় আসে যখন সত্যিই প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন এই তারকা। পরে দক্ষিণী ছবিতেও কেরিয়ার গড়ার চেষ্টা করেন। তার মধ্যেই বিতর্কিত এক কেলেঙ্কারিতে অভিযুক্ত হন। এখন ফের একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।

২। প্রীতি জিনতা : এক সময় তার গালের টোল দেখে লক্ষ পুরুষের বুকে আন্দোলন শুরু হয়ে যেত। একের পর এক হিট দিয়ে এক সময় এক নম্বর নায়িকার দৌড়েও ছিলেন তিনি। তবে হঠাত্ৎই বলিউড থেকে হারিয়ে গেলেন এই রূপসী। নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেমও ভাঙল। নিজের প্রোডাকশনে 'ইশ্‌ক ইন প্যারিস' ছবি তৈরি করে ফেরার চেষ্টা করেন, তবে তা একেবারে ফ্লপ করে। সে সময় দেনায় ডুবে গিয়েছিলেন প্রীতি। পারিশ্রমিক না পেয়ে ছবির চিত্রনাট্যকার আব্বাস টায়ারওয়ালা প্রীতির নামে মামলাও করেন। আদালতেও প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। সে সময় সালমান খান সাহায্যের হাত বাড়িয়ে দেন।

৩। জ্যাকি শ্রফ: চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা-র কাছে থেকে এক সময় অনেক টাকা ধার করেছিলেন বলিউডের এই 'জগ্গু দাদা'। তবে সে টাকা কিছুতেই শোধ করতে পারছিলেন না তিনি। ২০০৮-এ সাজিদ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবেন। টাকা শোধ করার জন্য নিজের ফ্ল্যাটও বিক্রি করে দেন জ্যাকি। তবে তাও ঋণের জালে আটকে পড়েছিলেন। তাকেও সে সময় সাহায্য করেন সালমান। আর্থিক দিক থেকে তো বটেই, নিজের প্রোডাকশনের ছবিতে কাজ দিয়েও জ্যাকিকে ফের মূল স্রোতে ভিরিয়ে আনেন।

৪। গোবিন্দা: এক সময়ের হিরো নম্বর ওয়ান-ও হারিয়ে গিয়েছিলেন বলিউডের মূল স্রোত থেকে। তার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ঋণের জালে। বলিউড ছেড়ে রাজনীতিতেও কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু তা সফল হয়নি। 'পার্টনার' ছবিতে অভিনয় করে ফের একবার বলিউডে সফল ভাবে কামব্যাক করেন। ধীরে ধীরে তিনি তার সব ঋণ পরিশোধ করেন।

৫। অমিতাভ বচ্চন: বলিউডের সব থেকে বড় স্টার তিনি। শুধু তার নামের জোরে কত ছবি যে হিট করে গিয়েছে তার ইয়ত্তা নেই। তবে নিজের প্রোডাকশন হাউজ ABCL পুরোপুরি ফ্লপ করায় বিরাট অঙ্কের ঋণের বোঝা চাপে বিগ বি-র মাথায়। ৯০-এর দশকের সেই টাকার পরিমাণ ছিল ৯০ কোটি টাকারও বেশি। নিজের বসত বাড়িও ব্যাঙ্কে মর্টগেজ রেখেছিলেন তিনি। সে সময় 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনার দায়িত্ব পান তিনি। বিরাট সাফল্যের মুখ তো দেখেই সেই শো, সঙ্গে তার যাবতীয় ঋণ থেকেও বেরিয়ে আসেন তিনি।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে