বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। তাকে নিয়ে আলোচনা সমালোচনা বারমাসই লেগে থাকে। তবে তিনি পর্দার বাইরেও সত্যিকারের যে একজন হিরো এতে কারো সন্দেহ নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীদের বিপদেও ত্রাণকর্তা হিসেবে এই সুপারস্টার থাকেন অগ্রভাগে।
যেমন সাধারণ অনেক মানুষকে এ পর্যন্ত চিকিৎসা থেকে শুরু করে নানা সময় নানা ভাবে আর্থিক, আত্মিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সালমান খান। বিপদের সময় সহকর্মীদের পাশে এসেও দাঁড়িয়েছেন চরম বন্ধুর মত। যেমন বলিউডের প্রীতি জিনতা ও জ্যাকি শ্রফের চরম দূর্দিনে একমাত্র পাশে এসে দাঁড়িয়েছিলেন এই সুপারস্টার।
জানা গেছে, একের পর এক হিট ছবি উপহার দিয়েও এক সময় এক সময় হঠাত্ৎ করেই বলিউড থেকে হারিয়ে যেতে বসলেন এই রূপসী। নেস ওয়াদিয়ার সঙ্গে প্রেমও ভাঙল। নিজের প্রোডাকশনে 'ইশ্ক ইন প্যারিস' ছবি তৈরি করে ফেরার চেষ্টা করেন, তবে তা একেবারে ফ্লপ করে। সে সময় দেনায় ডুবে গিয়েছিলেন প্রীতি। পারিশ্রমিক না পেয়ে ছবির চিত্রনাট্যকার আব্বাস টায়ারওয়ালা প্রীতির নামে মামলাও করেন। আদালতেও প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। সে সময় সালমান খান সাহায্যের হাত বাড়িয়ে দেন।
অন্যদিকে চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা-র কাছে থেকে এক সময় অনেক টাকা ধার করেছিলেন বলিউডের এই 'জগ্গু দাদা'খ্যাত জ্যাকি শ্রফ। তবে সে টাকা কিছুতেই শোধ করতে পারছিলেন না তিনি। ২০০৮-এ সাজিদ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবেন। টাকা শোধ করার জন্য নিজের ফ্ল্যাটও বিক্রি করে দেন জ্যাকি। তবে তাও ঋণের জালে আটকে পড়েছিলেন। তাকেও সে সময় সাহায্য করেন সালমান। আর্থিক দিক থেকে তো বটেই, নিজের প্রোডাকশনের ছবিতে কাজ দিয়েও জ্যাকিকে ফের মূল স্রোতে ভিরিয়ে আনেন।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন