সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৩:২৯

জেনে নিন বলিউডের অজানা ও অদ্ভূত ১৫টি তথ্য

জেনে নিন বলিউডের অজানা ও অদ্ভূত ১৫টি তথ্য

বিনোদন ডেস্ক : বলিউড অনেকের স্বপ্নে একটি জায়গা। কেউ কেউ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন বলিউডের একজন হবেন। কেউ মুখিয়ে আছেন কখন বলিউড ডাকবে। আবার অনেকেই আছে বলিউড নিয়ে চরম কৌতুহলী। বলিউডের অনেক খুঁটিনাটি জানতে আগ্রহী অনেকে।

সে সুবাধে কেউ কিছু জানেন। তবে অনেক কিছুই হয় তো থাকে যা চাইলেও জানা হয়ে উঠে না। তেমনই কিছু অজানা তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন। তাহলে আসুন জেনে নিই বলিউডের অজানা ১৫টি তথ্য। যা অদ্ভুতই বটে।

১। হিন্দি ছবিতে বহু ব্রিটিশ অভিনেতা কাজ করেছেন। বলতে পারবেন, কোন ছবিতে একসঙ্গে সর্বাধিক ব্রিটিশ অভিনেতা ছিলেন? উত্তর সোজা— ‘লগান’।

২। সুনীল দত্ত ছিলেন রেডিও সিলোন-এর আরজে। প্রিয় অভিনেত্রী নার্গিসের সাক্ষাৎকার নিতে গিয়ে সেই আরজে-র কী হয়েছিল জানেন? নার্গিসের সামনে বসে একটি শব্দও উচ্চারণ করতে পারেননি। গোটা সাক্ষাৎকারই ভণ্ডুল হয়ে যায়।

৩। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র জন্য সবার আগে কার কথা ভাবা হয়েছিল জানেন? অবাক হবেন না। উত্তরটা, টম ক্রুজ।

৪। মুম্বাইয়ে আসার পরে অনিল কাপুরের পরিবার প্রথম কোথায় থাকতে শুরু করে? রাজ কাপুরের গ্যারাজে।

৫। বলতে পারেন, প্রথম  হিন্দি ছবি কোনটি যাতে দু’টি ইন্টারভাল ছিল? ‘মেরা নাম জোকার’।

৬। গলার স্বর পছন্দ হয়নি বলে আমজাদ খানকে ‘শোলে’ থেকে প্রায় বাদ দিয়েছিলেন জাভেদ আখতার। পরে অবশ্য ‘কিতনে আদমি থে...’ সুপারহিট।

৭। শ্রীদেবী যখন রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেন, তখন তার বয়স কত ছিল আন্দাজ করতে পারেন? ১৩।

৮। ‘ইয়েন্না রাসকেলা’ শব্দ দু’টি রজনীকান্ত কোনও দিন, কোনও ছবিতেই বলেননি।

৯। অভিনেত্রী কল্কি কোয়েচলিনের প্রপিতামহ ছিলেন মরিস কোয়েচলিন। ভাবছেন, তাতে আপনার কী? এই মরিস ছিলেন আইফেল টাওয়ারের প্রধান স্থপতি।

১০। ‘সিলসিলা’ হচ্ছে একমাত্র ছবি যেখানে বয়স-ভূমিকা সামঞ্জস্য রক্ষা করা রয়েছে। ধাঁধা? অমিতাভ বচ্চন-শশী কাপুরের কথা বলা হচ্ছে। শশী বয়সে বড়। কিন্তু ‘সিলসিলা’ বাদে সব ছবিতে অমিতাভ বড় ভাই, শশী ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

১১। ‘মন্থন’-এর প্রযোজকের সংখ্যা কত জানেন? ৫ লক্ষ! ‘দুধ বিপ্লব’-এর উপর এই ছবিটি তৈরি করতে ৫ লক্ষ চাষি টাকা দিয়েছিলেন।

১২। স্রেফ পুলিশের ভূমিকায় অভিনয় করে গিনেস বুকে নাম তুলেছেন জগদীশ রাজ। মোট ১৪৪টি ছবিতে তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন।

১৩। দেবিকা রানি হলেন প্রথম অভিনেত্রী যার ছবি তৈরির উপর ডিগ্রি ছিল।

১৪। গিনেস-এ নাম আছে ‘কহো না পেয়ার হ্যায়’-এরও। ৯২টি পুরস্কার জিতেছে ছবিটি।

১৫। শেষ এবং সবথেকে চমকে দেওয়ার মতো তথ্য। হৃত্বিক বা তার বাবা রাজেশের পদবি কী জানেন? রোশন? ভুল! নাগরথ। ভেবেছিলেন কখনও?
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে