বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের ধন-সম্পদ নিয়ে সাধারণ অনেক মানুষের মাঝেই আছে নানা জল্পনা। অনেকের মতে তারকাদের ধন-সম্পদের আভাব নেই। হয় তো ধারণা ভুল নয়।
বলিউডের এমন কিছু তারকা আছেন যাদের ছবি বছরে কোটি কোটি টাকা আয় করেন। কিন্তু সেসব তারকারা বছর শেষে কত কোটি টাকা আয় করেন? তাদের ঝুলিতে যাচ্ছে কত কোটি? আর এরাই বা কারা?
তাহলে আসুন জেনে নিই গেল বছরে বলিউডে সব থেকে আয় করেছেন যে পাজন তারকা। তারা কে? কত করেছেন বছ শেষান্তে আয়?
১। শাহরুখ খান : বলিউডের সব থেকে ধরী ব্যক্তির তালিকাতে আছেন তিনি। তিনি বলিউডের বাদশা। তবে মজার ব্যাপার হচ্ছে এই বাদশা শুধু বলিউডের ধনীই নন, তিনি পৃথিবীর দ্বিতীয় ধনী অভিনেতা। বাদশা গত বছর মোট আয় করেছেন ২৫৭.৫ কোটি টাকা। ফেলে ছড়িয়ে খরচ করার মতো টাকা যে আছে কাঁড়ি কাঁড়ি তার প্রমাণ সম্প্রতি বন্ধুদের দামি দামি উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে একটি বিএমডব্লিউও।
২। সলমন খান : গত বছর ২০২.৭৫ কোটি টাকা আয় করে তালিকার দ্বিতীয় নম্বরে আছেন বলিউডের এই ভাইজান। তার আগের বছরে তিনি ছিলেন ১ নম্বরে। বোনের বিয়েতে হায়দরাবাদের নিজামের প্রাসাদ বুক করে যে কাণ্ডটা করলেন তার থেকে বোঝা যায় ওর অর্থের জোর কতটা।
৩। অমিতাভ বচ্চন : বলিউডের এই শাহেন শাহর সম্পত্তির কথা নতুন করে বলার তো কিছু নেই। এই বয়সে যেমন অভিনয়ে টেক্কা দিচ্ছেন হাঁটুর বয়সীদের, আয়ের দিকে থেকেও তাই। ২০১৫-তে ১১২ কোটি টাকা আয় করে তিনি আছেন তৃতীয় স্থানে।
৪। অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি তিনি। একের পর এক ফ্লপ ছবি করেও উপার্জনের দিকটা ভালই সামলেছেন তিনি। ২০১৫-তে মোট আয় করেছেন ১২৭.৮৩ টাকা।
৫। আমির খান : তাকে দেখলে সবারই মনে হবে কত সাধারণ জীবনযাপন করেন। ওদিকে বেভারলি হিল্সে বাড়ি কিনে বসে আছেন। গত বছরের মোট আয় ১০৪.২৫ কোটি টাকা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন