বিনোদন ডেস্ক : কোন পলাতক আসামী নন, তবুও পলাতক আসামীর মতই পালিয়ে বেড়াচ্ছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ! সব জায়গাতেই নিজেকে আড়াল করে রাখছেন তিনি। ধরা দিচ্ছেন না কারো সামনেই। তবে কি প্রাক্তন প্রেমিক রণবীরের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন তিনি?
হ্যাঁ, ক্যাটরিনার এ পালিয়ে বেড়ানো শুধুই সাবেক প্রেমিক রণবীরের জন্য। তার মুখোমুখি হচ্ছেন না একেবারেই। রণবীর এখানে আছেন, যেই অমন কথা শুনছেন, সেই তিনি পালিয়ে যাচ্ছেন! এখন এমন খবরই শোনা যাচ্ছে সর্বত্র।
সম্প্রতি একটি পার্টিতে রণবীর ও কাটরিনা দুজনেরই নিমন্ত্রণ ছিল। প্রযোজক মনমোহন শেঠির মেয়ে আত্রি শেঠির আয়োজনে ওই পার্টিতে অংশ নেননি ক্যাটরিনা। কারণ সেখানে সদ্য ব্রেক-আপ হওয়া প্রেমিকেরও নিমন্ত্রণ ছিল।
জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে বেশ ক’বার ক্যাটরিনাকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এক বাক্যে না করে দিয়েছেন তিনি। কারণ তখনই রণবীর তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির নায়িকা আনুশকা শর্মাকে নিয়ে পার্টিতে হাজির হয়ে গেছেন। আর বিষয়টি নিশ্চিত হয়েই ক্যাটরিনা না এসে পালিয়ে গেলেন।
খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয় নানা জল্পনার। সবাই বলছেন, এভাবে আর কতদিন রনবীরের কাছ থেকে পালিয়ে বেড়াবেন ক্যাটরিনা!
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন