বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম নতুন একটি বিজ্ঞাপনে চুক্তি হয়েছেন। কে ওয়াই স্টিলের মুরগি মার্কা ঢেউটিনের বিজ্ঞাপন এটি। কিছুদিনের মধ্যেই এই বিজ্ঞাপন চিত্রের শুটিং শুরু হবে।
তবে জানা গেছে, এই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আবারও নিয়মিত হতে যাচ্ছেন বিজ্ঞাপন দুনিয়ায়। এর আগেও তিনি একাধিক বিজ্ঞাপনে কাজ করছেন। যা বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি চুক্তি হওয়া কে ওয়াই স্টিলের মুরগি মার্কা ঢেউটিনের বিজ্ঞাপনে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
বিজ্ঞাপনটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, 'এখন নিয়মিতভাবে নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কার করছি। সেই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। বিজ্ঞাপনটি বিগ বাজেটের। এর কাজ বিভিন্ন জায়গায় দু-তিন দিন সময় নিয়ে করা হবে। বিজ্ঞাপনটি নিয়ে নির্মাতাসহ আমরা সবাই খুব আশাবাদী। আশা করছি খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন।'
এদিকে, মোশাররফ করিম বর্তমানে একাধিক নাটক, টেলিছবি ও ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তার হাতে নতুন বেশকিছু নাটকে কাজ রয়েছে। এছাড়া আরো নতুন কিছু নাটকে কাজ করার ব্যাপারে কথা চলছে। তবে এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে চাননি।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন