শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৭:১৮

দেশের বিনোদন জগতে শোকের ছায়া, জানুন কে মারা গেলেন

দেশের বিনোদন জগতে শোকের ছায়া, জানুন কে মারা গেলেন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সি. বি. জামান। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। আর এই খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন জগতে।

সি. বি. জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র পুরস্কার ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। 

এছাড়া, তিনি উজান ভাটি ও কুসুম কলি’র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র দুইটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র কুসুম কলি ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল।

চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা। এছাড়া, তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

সি. বি. জামান আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন। তিনি মুরারিচাঁদ কলেজে পড়াশোনা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে