বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমীর সাথে এবার যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন হালে উঠতি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চুড়ান্ত খসরায় তাদের নাম উঠে এসেছে। আগামী সপ্তাহেই এই তালিকা ঘোষণা করা হবে।
জানা গেছে, মৌসুমী পাচ্ছেন ‘তাঁরকাটা’ ছবির জন্য, আর মিম পাচ্ছেন ‘জোনাকীর আলো’ ছবির জন্য। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রে সরব মৌসুমী। শুধুমাত্র নায়িকা চরিত্রেই নয়, সেই গণ্ডি থেকে বের হয়ে চরিত্র অভিনেত্রী হিসেবেও অনেক চলচ্চিত্রে দেখা গেছে তাকে। সেখানে তার সফলতার ধারাবাহিকতা ছিল। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন মৌসুমী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উচ্ছ্বসিত মৌসুমী জানিয়েছেন, ‘স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। দেশের সর্বোচ্চ সম্মানা পাওয়ার অনুভূতি সবকিছুর চেয়ে আলাদা। যে চলচ্চিত্রের জন্য পুরস্কারটি পেতে যাচ্ছি সেই চলচ্চিত্রের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। ভালো একটি কাজ ছিল।’
পুরস্কার প্রসঙ্গে মিম বলেন, ‘স্বপ্নের মতো লাগছে। দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে গেল। কৃতজ্ঞ ভক্তদের প্রতি। তাদের জন্যই আজকে আমার এই স্বীকৃতি।’
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন