বিনোদন ডেস্ক : একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন একমাত্র শাহরুখের জন্যই প্লেব্যাক গাইবেন। কিন্তু তার জন্য কথাও শুনতে হয়েছে গায়ক অভিজিৎকে। তাই সিদ্ধান্ত নেন, আর প্লেব্যাক গাইবেন না তিনি। এক সাক্ষাৎকারে এ বিষয়ে যা বললেন এ সংগীতশিল্পী।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের কণ্ঠে অভিজিৎ ভট্টাচার্যের গান মানেই সফল। একটা সময় শাহরুখের কণ্ঠে পরপর গান গেয়েছিলেন বাঙালি গায়ক। ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’, ‘চাঁদ তারে’, ‘তৌবা তুমহারে ইয়ে ইশারে’, ‘বাদশাহ, ও বাদশাহ’-র মতো সফল গান রয়েছে শাহরুখ-অভিজিৎ জুটির তালিকায়।
এ সংগীতশিল্পী বলেন, আমি খুব খুঁতখুঁতে হয়ে গিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম— শাহরুখ ছাড়া আর কারও জন্য গান গাইব না। এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কারণ এই চলচ্চিত্র জগতে অনেকেই ওকে (শাহরুখ খান) তোতলা বলে ডাকত।
এমন একটি ঘটনার কথা জানিয়েছেন অভিজিৎ বলেন, ‘তুমহে জো ম্যায়নে দেখা’ গানের জন্য দুবাইতে গিয়েছিলাম পুরস্কার নিতে। মঞ্চ থেকে নামার সময়ে শাহরুখের দুই সমসাময়িক তারকা ডেকে বলেছিলেন— এই! তুই ওই তোতলার জন্য গান গাস, না?
তিনি বলেন, এটা শুনে আমি চমকে যাই। আমি ভাবলাম— এদের কি হিংসা হচ্ছে! আমি তো গান গেয়ে পুরস্কার পেয়েছি। এই অভিজ্ঞতার পর প্লেব্যাক গান গাওয়ার ওপর থেকে আমি আগ্রহ হারিয়ে ফেলি। তার পর থেকেই নিজের গান ও মঞ্চের অনুষ্ঠানে মন দিই আমি। আজও সেটিই ভালো লাগে আমার।
কিছু দিন আগে মুম্বাই শহরে অনুষ্ঠান করে গেলেন আমেরিকার পপতারকা ডুয়া লিপা। ডুয়া তার গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলিয়ে দেন শাহরুখের ‘বাদশাহ’ ছবির গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’। করতালিতে ভরিয়ে দিয়েছিলেন দর্শক। ছবিতে গানটি গেয়েছিলেন অভিজিৎ। কিন্তু সর্বত্র ডুয়ার সঙ্গে শুধুই শাহরুখের জয়জয়কার হচ্ছে। কোথাও তার নামের উল্লেখ নেই। এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিজিৎ।
এর আগে এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছিলেন, শাহরুখের কাছ থেকে তিনি উপযুক্ত সম্মান পান না। সে কারণে তিনি প্লেব্যাক করা বন্ধ করে দিয়েছেন।