বিনোদন ডেস্ক : বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে বিক্ষোভ এবং গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে অবশেষে মন্তব্য করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে মিঠুন চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারসাম্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া।”
তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগ ও অনুভূতির গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই সম্পর্ক আরও দৃঢ়। মিঠুন বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন হবে, তা আমরা কোনো দিন কল্পনাও করিনি। এ ধরনের ঘটনার কারণে আমাদের আবেগের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রসঙ্গ টেনে মিঠুন বলেন, “টিভিতে যা দেখছি, বাংলাদেশের নেতারা যা-তা বলছেন, নানা ধরনের মন্তব্য করছেন। আমি শুধু একটি কথা বলতে চাই—ভারতকে খাটো করে দেখার চেষ্টা করবেন না। ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া।”
এছাড়া, তিনি পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে বাংলার মানুষকে শিখতে হবে, যদি সবাই একসঙ্গে না লড়াই করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। এটি নিশ্চিত।”