সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৩:০৭

ভারত ছাড়ছেন আমির খান?

ভারত ছাড়ছেন আমির খান?

বিনোদন ডেস্ক : ভালো নেই বলিউড সুপারস্টার আমির খান। অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে নানা বিতর্ক। সেই বিতর্কের যের ধরে কখনো স্ন্যাপডিলের  সঙ্গে চুক্তি শেষে হয়ে যাওয়ার পর, পুনরায় সেটা আর নবীকরণ করা হয়নি।

আবার কখনও ইনক্রেডিবল ইন্ডিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার পর থেকেই যেন এক একবার এক একটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

কখনও শুনতে হয়েছে, তিনি যেন পাকিস্তানে চলে যান। আবার কখনও পাক গুপ্তচর সংস্থার সহযোগিতায় পিকের প্রমোশন এ দেশে করেছেন আমির খান। এমন তোপও দাগা হয়েছে তার বিরুদ্ধে।

আর সেই সমস্ত সমালোচনার মুখে পড়েই কি এবার দেশ ছাড়তে চলেছেন আমির খান?  বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর দেশ ছাড়া নিয়ে জল্পনা শুরু হতেই ফের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে তার ভক্তদের কপালে।

একটি সাক্ষাত্কারের সময় আমির খান জানিয়েছেন, শিগগিরই দেশ ছাড়তে চলেছেন তিনি। কিন্তু, কেন? না, চিন্তার কোনও কারণ নেই। সিনেমার প্রয়োজনেই দেশ ছাড়তে হবে তাকে। এবার ভাবছেন তো যে, শুটিংয়ের জন্য দেশ ছাড়ছেন আমির খান? কিন্তু, আমির বিদেশে যাচ্ছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য।

জানা যাচ্ছে, দঙ্গল-এ মহাবীর পোঘাট-এর ভূমিকায় অভিনয় করবেন আমির খান। চরিত্রের প্রয়োজনেই অতিরিক্ত ওজন বাড়িয়েছিলেন তিনি। কিন্তু, সিনেমার প্রথম পর্যায়ে ওজন বাড়িয়েছিলেন তিনি। কিন্তু, এবার তাকে ফের অতরিক্ত ওজন ঝরাতে হবে। আর সেই সঙ্গে মহাবীর পোঘাট-এর চরিত্রে অভিনয় করার জন্য বেশ কিছুটা প্রশিক্ষণ তাকে আরও নিতে হবে। আর সেই কারণেই এবার বিদেশে গিয়ে, ওজন ঝরিয়ে, প্রশিক্ষণ নিয়ে তৈরি হতে চাইছেন আমির খান।

এই খবর শোনার পর এবার খুশি তো, আমির খানের ভক্তরা। প্রিয় অভিনেতার দেশ ছাড়ার কথা শুনে নিশ্চই এতক্ষণ দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের ?

এদিকে, মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার মানুষদের সাহায্যের জন্য এবার হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান। জানা যাচ্ছে, মহারাষ্ট্র সরকারের সঙ্গে যৌথভাবে এবার কাজ করবে আমির খানের স্বেচ্ছাসেবী সংগঠন পানি ফাউন্ডেশন।

খরা কবলিত মারাঠাওয়াড়ার কৃষকদের সাহায্য করতেই এগিয়ে এসেছে আমিরের ওই স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী ৫ বছরের জন্য পানি ফাউন্ডেশন মারাঠাওয়াড়া জেলাকে খরা মুক্ত করার চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে