বিনোদন ডেস্ক : ভারতে এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায়। প্রিমিয়ারের দিনই এক দুর্ঘটনা দিয়ে যাত্রা শুরু করে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। প্রিমিয়ারে নায়কের আসার খবর পেয়ে প্রেক্ষাগৃহের সামনে ভিড় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।
সেখানে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। আহত হন তার ছেলে। এ ঘটনায় মামলা করা হয় আল্লু অর্জুনের নামে। গ্রেপ্তারও করা হয় অভিনেতাকে।
এবার সেই ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন তেলেঙ্গানার এক বিধায়ক। তার অভিযোগ, সেই নারীর মৃত্যুর খবর শুনে হেসে উঠেছিলেন আল্লু অর্জুন!
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (টুইটার) তেলেঙ্গানার বিধায়ক আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে আকবরউদ্দিনকে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।
দুটি শিশু পড়ে গিয়েছে, একজন নারীর মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান।
এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে! তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’ টুইটটি আল্লু অর্জুনকে ঘিরেই করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিধায়কের এই টুইট ঘিরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। তার ৯ বছরের ছেলে শ্রী তেজাও গুরুতর জখম হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তেজা।
গত মঙ্গলবার হাসপাতালে তেজাকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি. ভি. আনন্দ। তার সঙ্গে ছিলেন তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা। কমিশনার জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল সেই সময় সে ছিল ব্রেন ডেজ। দমবন্ধ হয়ে তার এমন অবস্থা হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীদের সিপিআর দিতেও দেখা গিয়েছে। শ্রী তেজাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।
এদিকে এ ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন আল্লু। জানান শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার। এছাড়া সব ধরনের সহায়তা করারও আশ্বাস দেন।