বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের দুই ছেলে এক মেয়ে। বাবা মায়ের কাছে তাদের প্রতিটি সন্তানই সমান আদুরে। নিশ্চয় শাহরুখ খানের কাছেও তাই। তারপরও তিনি এই তিনজনের মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসেন? এমন প্রশ্ন করা হলে উত্তরটা দিতে কিছুটা মুশকিলই হবে। তাই না? তারপরও একটু ভেবে বলুন তো, শাহরুখ সব থেকে কাকে বেশি ভালোবাসেন?
সেই সাথে আরেকটা প্রশ্নের উত্তর দিন। শাহরুখ পত্মী গৌরী খান কি তাদের ছোট ছেলে আব্রামকে ভালোবাসেন না? অার যদি ভালোবাসবেনই তাহলে শাহরুখ কেন গৌরীর কাছ থেকে আব্রামকে দূরে দূরে সরিয়ে রাখেন?
আব্রাম যে সবথেকে ‘প্যাম্পারড’ সে কথা জানিয়েছিলেন গৌরী। শুধু বলিপাড়াতে নয়, শাহরুখের নয়নের মণিও ছোট্ট এই অব্রাম। আর তাই আব্রামকে কোনওভাবেই নিজের থেকে দূরে রাখতে চান না কিং খান।
যেখানেই শুটিং করতে যান, সম্ভব হলেই আব্রামকে নিয়ে যান সেখানেই। এরই মধ্যে প্রায় পুরো পৃথিবী ঘোরা হয়ে গিয়েছে তার। আরিয়ান ও সুহানাও এতটা আদর পায়নি বলে অভিযোগ গৌরীর। কিং খানের সঙ্গে সঙ্গে থাকার দৌলতেই বাড়িতে প্রায় থাকাই হয় না আব্রামের। ফলে গৌরীর থেকে বেশিরভাগ সময় দূরেই থাকে সে।
আব্রাম শাহরুখের ‘সারোগেট চাইল্ড’। তাকে মেনে নিলেও বরাবরই আব্রামের প্রতি শাহরুখের অতি আদর নিয়ে সরব ছিলেন গৌরী। এখনও সে অবস্থান থেকে সরেননি তিনি। আব্রামকে তিনিও ভালবাসেন। তবে শাহরুখ যেভাবে আব্রামকে ‘প্যাম্পার’ করেন তা গৌরী খানের পছন্দ নয়।
এমনি প্রথম দিকে আব্রামকে সকলের সামনে বের করতেই চাইতেন না গৌরী। বলিউডপাড়ায় চলতি ধারণা ছিল যে, আব্রামকে বুঝি তেমন পছন্দ করেন না গৌরী। কিন্তু গৌরী চাইতেন ছেলের প্রতি সারা দুনিয়ার ‘নজর’ যেন না লাগে। কিন্তু শাহরুখ প্রায় তার কোনও কথাই শোনেননি।
আব্রামকে বেশি বেশি করে সকলের সামনে এনেছেন শাহরুখ। এখনও কিছুতেই ছেলেকে ছেড়ে থাকতে চান না। খুব অসুবিধা না হলে বিদেশেও ছেলেকে সঙ্গেই নিয়ে যান। গৌরী চান বা না চান, আব্রামকে তিনি বরাবরই ‘প্যাম্পার’ করে চলেন। ফলে খারাপ লাগলেও আব্রামের থেকে দূরে দূরেই থাকতে হচ্ছে গৌরীকে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন