সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৪:৪৪

শাহরুখের সফলতায় গৌরী খানের কি কোন ভূমিকা নেই?

শাহরুখের সফলতায় গৌরী খানের কি কোন ভূমিকা নেই?

বিনোদন ডেস্ক : বলিউডে অন্যসব তারকা দম্পতির মধ্যে শাহরুখ ও গৌরী মধ্যকার কেমেস্ট্রিটা সব থেকে বেশি জম্পেশ। যার কারণে দাম্পত্য জীবনে তাদের রসায়নটাও জোরদার। একবাক্যে এই দম্পতিকে বলা যায় সুখী দম্পতি।

তাদের প্রেম এবং পরিণয়টাও হয়েছে অনেক কষ্ট আর প্রতীক্ষার পর। তবে আশার কথা হচ্ছে, বলিউডে যখন একের পর এক ভাঙনের সুর বাজছে, তখন তারা দুজনই রয়েছেন শক্ত একটা বন্ধনে। কোন অশুভ ছাঁয়াও তাদের সেই সুখে বাধা হয়ে উঠতে পারে নি।

শাহরুখ খানের এতটা জনপ্রিয়তা থাকার পরও তাদের দাম্পত্য জীবনে দেদারছে সুখের হাওয়াই বইছে। তবে সফলতার জন্য শুধু শাহরুখ খানকে নিয়ে সংবাদ শিরোনাম করা হলে গৌরী খান ভীষণ রকম কষ্ট পান, এমনটাই জানিয়েছেন শাহরুখ পত্নি গৌরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন, ‘শাহরুখের স্টারডামে আমি বিরক্ত নই। তবে যখন শুধু শাহরুখকে নিয়েই হেডলাইন হয়, তখন খারাপ লাগে। কারণ শাহরুখের সফলতার পেছনে কী আমার কোন অবদান নেই?’
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে