বিনোদন ডেস্ক : উদার মনের মানুষ হিসেবে সালমান খানের প্রশংসা বরাবরই করে থাকেন বলিউড সংশ্লিষ্ট অনেকেই। যিনি পর্দা ও পর্দার বাইরে সবার কাছেই সত্যিকারের একজন হিরো হিসেবে ইতিমধ্যে ধরা দিয়েছেন। নিজের মহানূভবতায় সাধারণ মানুষেরও খুব কাছে ভাইজান তিনি।
রিয়েলিটি শো হোক আর কোন প্রচারণার অংশ হোক, দর্শকদের বিনোদন দিতে ভাইজানের কিন্তু জুড়ি নেই। সম্প্রতি ‘বাজরাঙ্গি ভাইজান’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য ‘জি সিনে অ্যাওয়ার্ড’ তিনি জিতে নিয়েছেন দর্শকদের ভোটে। তবে ভাইজান জানিয়েছেন, তিনি পুরস্কার পেলে যতটা না খুশি হন, তার চেয়ে বেশি খুশি হন অন্যরা পুরস্কার পেলে।
২০ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড ভাইচান সালমান খান। সেখানে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অন্যরা যখন অ্যাওয়ার্ড পায় তখন আমি খুব খুশি হই। এছাড়া আমার জীবনে অ্যাওয়ার্ডের কোনো গুরুত্ব নেই।’
তিনি বলেন, ‘আমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হতে চাই না। ২৫ বছর ধরে আমি এ কাজে আছি। আমার মনে হয় এখন নতুনদের সুযোগ দেওয়া উচিত। আমি অনুষ্ঠানে আসব, পারফর্ম করব কিন্তু আমার মতে নতুনদের পুরস্কার দেওয়া দরকার। তাদের উৎসাহ আমাদেরেই করতে হবে।’
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন