সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৮:৪৭

এবার পর্দায় আগুন লাগাবেন তিন কন্যা

এবার পর্দায় আগুন লাগাবেন তিন কন্যা

বিনোদন ডেস্ক : হাউসফুল সিরিজের দুটো ছবিই বক্সঅফিসে জমজমাট ব্যবসা।  এবার পালা হাউসফুল ৩-এর।  এবারের হাউসফুল অবশ্য আরো জমজমাট।  তার কারণ অবশ্য বলিউডের তিন কন্যা লিসা হেডেন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নার্গিস ফকরি।  

আগামী ৩ জুন এ ছবির মুক্তির সঙ্গে সঙ্গে বড়পর্দায় আগুন লাগাবেন এই তিন সুপারহিট কন্যা।  লন্ডনে হাউসফুল ৩ ছবির শুটিয়ের সেটে এরই মধ্যে চুটিয়ে মজা করেছেন তিন ললনা।  নিজেদের ছবি ক্রমাগত টুইটারে পোস্ট করে গিয়েছেন।  

হাউসফুল ৩-এর তিন কন্যার ৩০টি 'সুপারহট' ছবি।  লিসা, জ্যাকলিন এবং নার্গিসের মধ্যে একটা মিল রয়েছে।  তিনজনেরই ক্যারিয়ার শুরু হয়েছে মডেলিং দিয়ে।  রত্যেকেই সেরা ফ্যাশন ব্র্যান্ড দিয়েই মডেলিং শুরু করেন।

মডেলিংয়ের সাফল্যের পরই বলিউডে পা রাখা।  খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের জনপ্রিয় হয়ে উঠেছেন তিনজন।  হাউসফুল ৩-এ তিন হট নায়িকার পাশাপাশি তিন সুপারস্টাইলিশ 'বলি-ডুড'-কেও দেখা যাবে।  এই তিনজন হলেন অক্ষয়কুমার, অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখ।

অভিনয় দেখা যাবে বোমান ইরানি, চাঙ্কি পাণ্ডে এবং জ্যাকি শ্রফকে।  ছবির প্রযোজক সাজিদ নাদিয়ালওয়ালা।  নার্গিসের বলিউড ক্যারিয়ার গ্রাফ প্রথম থেকেই ওঠানামা করছিল।  এখন কিছুটা থিতিয়ে পড়েছে বললেই চলে।

ম্যায় তেরা হিরো ছবিতে ইলিয়ানা ডি'ক্রুজ ও বরুণ ধাওয়ানের সঙ্গে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল নার্গিসকে।  ছবিটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছিল।  নার্গিসের কাছে পাখির চোখ এখন হাউসফুল।  

এই ছবিই নার্গিসের গ্রাফকে আপাতত ঊর্ধ্বমুখী করতে পারে।  লিসা হেডেনকে শেষ দেখা গিয়েছিল দ্য শওকিনস ছবিতে।  এই ছবিতে লিসার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার।  ছবিটি বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলতে সমর্থ হয়েছিল।

যদিও ছবির মানালি ট্রান্স গানে লিসার লাস্য দর্শকদের একটা বড় অংশকেই মোহিত করেছিল।  তিন অভিনেত্রীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় জ্যাকলিনকেই বলা চলে।  শেষ ছবি অক্ষয় কুমারের সঙ্গে ব্রাদার।  

এর আগে সালমান খানের সঙ্গে কিক, রণবীর কাপুরের সঙ্গে রয় ছবিতেও দেখা গেছে জ্যাকলিনকে।  সুপারস্টার সালমানের জেরে কিক বক্স অফিসে ভালো করলেও ব্রাদার্স মোটামুটি ব্যবসা করেই ক্ষান্ত হয়।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে