বিনোদন ডেস্ক : বাজরাঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নী তথা হারশালি মালহোত্রার ঝুলিতে আরও একটি পুরস্কার উঠল। এবার তিনি ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’-এর সেরা উঠতি অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তারকা সমৃদ্ধ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে তাকে এ সম্মানে সম্মানিত করা হয়েছে।
এদিকে ভারতের চলতি বছরের অন্যান্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর মতই ‘জি সিনে অ্যাওয়ার্ড’-এও প্রায় বেশির ভাগ পুরস্কারে পেয়েছে বলিউডের আলোচিত চলচ্চিত্র বাজরাঙ্গি ভাইজান, পিকু এবং বাজিরাও মাস্তানি।
গেল বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’-এ একজন পাকিস্তানি মুন্নী নামে বোবা শিশুর চরিত্রে প্রথমবার অভিনয় করেই ভারতীয় ছবির দর্শকদের আবেগে কাঁদিয়েছেন ছোট্ট মেয়ে হারশালি মালহোত্রা।
যে কিনা পরিস্থিতির মারপেচে পড়ে ভারতে এসে হারিয়ে যায়। আর তাকে এক হনুমান ভক্ত ভারতীয়’র পাকিস্তানে ফিরিয়ে দেয়ার গল্প নিয়েই নির্মাণ হয় ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’।
ভারত ছাড়াও ছবিটি প্রশংসা কুড়িয়েছে বিদেশের মাটিতেও। ভারতে ইতিমধ্যে বেশ কয়েকটি ফেস্টিভাল ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর, এবার ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’-এর সেরা ডেব্যু অভিনেত্রীর পুরস্কারটিও অর্জন করলেন হারশালি!
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন