সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৫:০৫

হোটেল কক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

হোটেল কক্ষ থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে মালায়ালম অভিনেতা দিলীপ শঙ্করের। রোববার (২৯ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

কয়েকদিন ধরে অভিনেতাকে রুম থেকে বেরোতে না দেখে হোটেলের কর্মীদের সন্দেহ হয়। অবশেষে দুদিন পর হোটেলের কক্ষ থেকেই উদ্ধার হয়েছে এ অভিনেতার মরদেহ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বেনারসে একটি টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন দীলিপ শঙ্কর। শুটিংয়ে বিরতি ছিল। যার ফলে হোটেল রুমে অবস্থান করছিলেন তিনি। দুদিন পর হোটেল বয় দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে, টানা দুদিন হোটেল রুম থেকে বের হননি দীলিপ শঙ্কর। তার সহ-কর্মীরা মুঠোফোনে না পেয়ে হোটেল যান। এরপর হোটেল স্টাফ রুমটি খুলে অভিনেতার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রথমিকভাবে ঘটনাস্থলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফরেনসিক টিম এ বিষয়ে কাজ করছে।
 
দিলীপ শঙ্কর ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনির’ মতো অসংখ্য জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন। এদিকে অভিনেতার মৃত্যুর সংবাদে দক্ষিণী টেলিভিশন অঙ্গনে এবং অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে