বিনোদন ডেস্ক : বলিউড পাড়া নিজের নামের প্রতি সুবিচার করে অনেক দিন আগেই সেই স্থানটি পাকা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। তাকে বলিউড পাড়ায় সেই স্থানটি তৈরি করে দিয়েছে 'ডাটি পিকচার' সিনেমাটি। বিদ্যা বালনের সামনে এখন একজোড়া চ্যালেঞ্জিং রোল। এক নম্বরে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি ‘রাজকাহিনি’-র হিন্দি রূপান্তরণে বেগম জান-এর ভূমিকা। আর দুইয়ে এককালের সাড়া জাগানো মালয়ালি লেখিকা কমলা দাসের বায়োপিক-এ নামভূমিকা।
দুটোই যে রোমাঞ্চকর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর বাইরে কি ভাবছেন সাঁইত্রিশের সুন্দরী? তবে আবার পর্দায় ঝলক দেখাতে চলছেন বিদ্যা তাতে কোনো সন্ধেহ নেই। এই দুই ছবির আগেই তিনি সময় দিচ্ছেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘কহানি’-র সিকোয়েলকে। ৯০ দিনের এক শিডিউলে কলাকতায় আসছেন বিদ্যা বালান। এই সিনেমাটির পরিচালক অবশ্যই সুজয় ঘোষ।
সেই বিসর্জনের দৃশ্যে কলকাতার বাতাসে মিশে গিয়েছিলেন রহস্যময়ী বিদ্যা বালান। তার পরে ক্রমেই বেড়েছে জল্পনার জাল। অবশেষে সিগন্যাল দিলেন অভিনেত্রী নিজেই। আবার কলকাতা। আবার রহস্য। এই সিনেমাটি সম্ভবত ২০১৭ সালের মার্চের দিকে মুক্তি পেতে পারে।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই