বিনোদন ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেননি বিনোদন জগতের অনেক তারকা। এমনকি বাদশাহ শাহরুখ খানও কোনো উচ্চবাচ্য করেননি।
অথচ ৩০ ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ওয়েভস ২০২৫’ বিষয়ে মতপ্রকাশ করেছেন কিং খান। তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানান অভিযোগ। আর এ অভিযোগ তুলেছিলেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগেই শুরু হয়েছে শাহরুখের টুইটে ঝড়।
অভিষেক অভিযোগ করলেও শচীন টেন্ডুলকার, পি ভি সিন্ধু, বীরেন্দ্র শেবাগ থেকে মাধুরী দীক্ষিতদের মতো ব্যক্তিত্বরা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তবে বলি বাদশাহ শাহরুখ খানের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শব্দও দেখা যায়নি। বিষয়টি নজর এড়ায়নি তার ভক্ত-অনুরাগীদের। ফলে আক্রমণ ধেয়ে এসেছে নায়কের দিকে। ৫৯ বছরের অভিনেতাকে নিয়ে সারা বিশ্বে উৎসাহের অন্ত নেই। পৃথিবীর নানা দেশে ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। ফলে তার সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালান অনেকেই।
গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন— আগামী ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)’ আয়োজন করবে ভারত।
এর পরিপ্রেক্ষিতে শাহরুখ এক্স হ্যান্ডলে লিখেছেন— এটি এমন একটি অনুষ্ঠান, যা আমাদের চলচ্চিত্র জগতের সম্মান বাড়াবে এবং ভারতীয় অর্থনীতিতে এর গুরুত্বের কথা বোঝাবে। সেই সঙ্গে এর শক্তি ও ক্ষমতার কথাও জানাবে। সর্বোপরি— এটি এমন একটি অনুষ্ঠান যা সৃজনশীলতা এবং সৃজনশীল মানুষের পৃষ্ঠপোষকতা করবে। এরপরই শুরু হয় তার ভক্তদের কটাক্ষ। অনেকেই দাবি করেছেন, এমন আচরণ তারা শাহরুখের থেকে প্রত্যাশা করেননি।