বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৬:৫৭

নিজের সংস্থার প্রসাধনী নয়, শাশুড়ির তৈরি করে দেওয়া তেল চুলে মাখেন ক্যাটরিনা

নিজের সংস্থার প্রসাধনী নয়, শাশুড়ির তৈরি করে দেওয়া তেল চুলে মাখেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসাবে বলিউডে নিজের দর বুঝিয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখনেনি তিনি। তৈরি করেছেন প্রসাধনী সংস্থাও। একদিকে অভিনয় অন্যদিকে ব্যবসা। 

এই বিপুল ব্যস্ততার মাঝে কীভাবে নিজের যত্ন নেন ক্যাটরিনা, সেটা অনেকেই জানতে উৎসাহী। বিশেষ করে ক্যাটরিনার একঢাল ঝলমলে চুলের নেপথ্যে কী রহস্য, তা নিয়ে চর্চার শেষ নেই। 

ক্যাটরিনা কি নিজের প্রসাধনী সংস্থার প্রসাধনী ব্যবহার করেন? সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্যাটরিনা সে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, চুলের যত্নে তার একমাত্র ভরসা শাশুড়ি মা। বিয়ের পর থেকে ভিকির মায়ের হাতে তৈরি এক বিশেষ প্যাক চুলে ব্যবহার করেন ক্যাটরিনা।

ক্যাটরিনা জানিয়েছেন, তার ত্বক খুবই স্পর্শকাতর। ফলে যেকোনো প্রসাধনী ব্যবহার করতে পারেন না। ভেবেচিন্তে, যাচাই করে তবেই ত্বকে নানা প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হয়। তাই ত্বক এবং চুলের যত্নে ঘরোয়া পদ্ধতিতেই নির্ভরশীল হয়ে পড়েছেন। 

বিয়ের পর ক্যাটরিনা তার চুলের যত্নের ভার তুলে দিয়েছেন শাশুড়ির হাতে। চুলে কী ব্যবহার করেন ক্যাটরিনা?

 নায়িকা জানিয়েছেন, শাশুড়ি তার জন্য আমলকি, পেঁয়াজের রস এবং অ্যাভোকাডো দিয়েই এক বিশেষ তেল তৈরি করেন। সেই তেল নিয়মিত চুলে মাখেন ক্যাটরিনা। এই তেল নাকি এতটাই উপকারী যে, অন্য কোনো প্রসাধনী ব্যবহারের আর দরকার পড়ে না।  

কীভাবে বানাবেন এই তেল?

এক কাপ পেঁয়াজের রস, এক কাপ আমলকির রস এবং অ্যাভোকাডোর নির্যাস, এই তিন উপকরণ ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে একটি বোতলে ঢেলে রাখুন। রাতে চুলে মেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন। উপকার পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে