বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২:৪৩

চিত্রনায়ক জায়েদ খানের নতুন বছরে রয়েছে কিছু স্বপ্ন ও পরকিল্পনা

চিত্রনায়ক জায়েদ খানের নতুন বছরে রয়েছে কিছু স্বপ্ন ও পরকিল্পনা

বিনোদন ডেস্ক : স্বাগত ২০২৫। নতুন স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতে চান সবাই। এই ভাবনার ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের নতুন বছরে রয়েছে কিছু স্বপ্ন ও পরকিল্পনা।

জায়েদ খান অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। গত বছরের শেষের দিকে তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। 

নতুন বছরে তিনি চলচ্চিত্র ও ওটিটিতে কাজ করতে চাচ্ছেন। নতুন বছরের ভাবনা নিয়ে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, “নতুন সিনেমার কথা চলছে। আমেরিকাতে একটি সিনেমায় কাজ করবো। এছাড়া এখানে বেশ কিছু শোয়ে পারফর্ম করার পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরো বলেন, “জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এরই মধ্যে ওটিটিতে কাজের অফার আসছে। নতুন বছরে ওটিটিতে কাজ করতে চাচ্ছি।”

নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন জায়েদ খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এটি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে