সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৯:২১

পারফর্মের আগে ব্যাক স্টেজে এ কি করলেন লেডি গাগা!

পারফর্মের আগে ব্যাক স্টেজে এ কি করলেন লেডি গাগা!

বিনোদন ডেস্ক : অনেক শিল্পীই বলে থাকেন যে, দীর্ঘদিন পারফর্ম করার পরেও স্টেজে ওঠার আগে তাদের ন্যূনতম প্রস্তুতির প্রয়োজন হয়। এই তালিকা থেকে বাদ পড়লেন না লেডি গাগাও। সাজ-পোশাক নিয়ে যতই সাহসী হন না কেন, বিশেষ বিশেষ শো-এর ক্ষেত্রে আজও প্রস্তুতির দরকার হয় তার।

মার্ক জ্যাকবস রানওয়ে শো-তে নিজের ডেবিউ করেন গাগা। সেই শোয়ের আগে নিজের মনকে শক্ত করতে ব্যাক স্টেজে ক্রমাগত বুক ডাউন করেছিলেন তিনি। কিন্তু শোয়ের পোশাকে নয়। শোয়ের পোশাক রেখেই এই ওয়ার্ক-আউট সেরেছিলেন গাগা।

এর পরে অনেক সময় কেটে গেলেও অভ্যেস পরিবর্তন করেননি এই রকস্টার। আজও শোয়ের আগে খানিক টেনশনে থাকলেই শোয়ের পোশাক রেখেই ডজন খানেক বুক ডাউন মেরে নেন গাগা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে