সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৮:২১

নেচে মঞ্চ কাঁপালেন ৯৬ বছরের টাও

নেচে মঞ্চ কাঁপালেন ৯৬ বছরের টাও

বিনোদন ডেস্ক : বয়সের ক্ষেত্রে একেবারেই ঠিক নয়, সেটাই প্রমাণ করলেন ৯৬ বছরের এক বৃদ্ধা।  বৃদ্ধা বললে ভুল হবে যেন ১৮ বছরের তরুণী।  অবশ্য ৯৬ বছর বয়সে যেখানে ঠিকমতো হাঁটাচলা করাই দায়, সেই বয়সে মঞ্চে উঠে সালসা নেচে মাতিয়ে দিলেন টাও পর্শন-লিঞ্চ।

আমেরিকার একটি টেলিভিশন শো-তে তার নাচ দেখে আনন্দে লাফিয়ে উঠেন বিচারকরা।  কীভাবে পেলেন তিনি এমন জীবনীশক্তি? টাও বলছেন, নাচ আমাকে যেন নতুন করে বাঁচিয়ে তুলেছে।  

তিনি বলেন, এ বয়সে এসে অনেকবার পড়েছি, পা পিছলে গিয়েছে, তবে আমি আশা হারাইনি।  কোনো প্রতিযোগিতার মনোভাব নিয়ে তিনি এই শো-তে অংশগ্রহণ করেননি।  বরং নাচকে তিনি উপভোগ করেছেন।  

এমন মানুষকে বৃদ্ধা বলতে যেকোনেবা লোকের সংকোচ হতে পারে।  
২২ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে