বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বরাবরই পর্দায় তার উপস্থীতি দর্শকদের বিনোদনের খোরাক হয়েছে। তবে এবার মাহি ভক্তদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। পর্দায় এ বার একই ছবিতে দু’জন মাহিকে দেখবেন দর্শক। পরিচালক বদিউল আলম খোকনের পরের ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে হালের এই জনপ্রিয় নায়িকাকে। দু’টি চরিত্রের নাম হলো মাহি এবং মিথিলা।
চিত্রনাট্যে একদিকে যতেষ্ট দুষ্ট প্রকৃতির মাহি। অন্যদিকে মিথিলা বেশ শান্ত স্বভাবের। তবে ছবির মাঝপথে এসে মিথিলাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে। ছবিতে যমজ দুই বোনের বিপরীতে আরিফিন শুভ ও জায়েদ খানের অভিনয় করার কথা চলছে। আগামী ১০ এপ্রিল থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য তেমন বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছেন নায়িকা? জানা যায়, বরাবরই অভিনয়ের বিষয়ে তিনি পুরোপুরি পরিচালকের ওপর নির্ভরশীল। আপাতত দু’জন মাহিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমী এবং মাহি ভক্তরা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই