সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১১:১৭

সোনমের সমালোচনা করে যা বললেন তার বাবা

সোনমের সমালোচনা করে যা বললেন তার বাবা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর অভিনীত ‘নীরজা’ সিনেমাটি দেখে যখন বাহা বাহা করছেন পুরো বলিউড পাড়া, ঠিক তখনই প্রবল সমালোচনার মুখে পড়লেন এই অভিনেত্রী। অবশ্য সেই সমালোচক আর অন্য কেউ নয় সোনমের বাবা অনিল কাপুর। ‘নীরজা’ সিনেমাটি দেখে অভিজ্ঞ এই অভিনেতা বললেন, ‘সোনমের আরো উন্নতির প্রয়োজন।’

তিনি আরো জানিয়েছেন, কেউ হয়তো পৃথিবীর সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কিন্তু তাকেও প্রতিনিয়ত শেখার মধ্যেই থাকতে হয়। পারফরম্যান্সের জন্য দর্শকদের কেমন প্রশংসা পাওয়া গেল, সেটাই বড় কথা নয়। সোনমের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য।

গত বুধবার ‘নীরজা’র বিশেষ শো সপার্ষদ দিল্লিতে দেখেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলিউড তো বটেই, এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা সোনমের অভিনয়ের প্রশংসা করেছেন।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে