বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিজ বম্ব-ব্লাস্টের ঘটনাতে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলার রায়ে পাঁচ বছরের সাজার মেয়াদ ধার্য করা হয় এই অভিনেতার। তবে যেহেতু, এই মামলায় আগেই হাজত বাস করেছিলেন সঞ্জয় তাই নির্দিষ্ট মেয়াদ থেকে বাদ দেয়া হয়েছিল আগের সাজার সময়।
শেষ বারের মতো জেলে যাওয়ার আগে অনেকটাই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। অল্প সময়ের জন্য বাইরে বেরিয়ে সে সময়ে কিছু ছবির কাজও শেষ করেছিলেন। তার পরেই শুরু হয় প্রতীক্ষার। গোটা সময়ে ভীষণভাবে পাশে থেকেছেন স্ত্রী মান্যতা।
জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি সঞ্জয়ের মুক্তি উপলক্ষে জেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই বাড়ির লোকের কাছে পৌঁছে দেয়া হবে সঞ্জয়কে। সূত্রের খবর, এদিন সঞ্জয়কে আনতে ইয়েরাওয়ারায় আসবেন স্ত্রী মান্যতা এবং সন্তানেরা।
২২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই