শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:১৪:০৩

সালমান খান কেন সিঙ্গেল, জানালেন বাবা সেলিম

সালমান খান কেন সিঙ্গেল, জানালেন বাবা সেলিম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে সেরা তারকা হিসেবে রাজত্ব করে আসছেন। দীর্ঘ ৩৭ বছর ধরে তার অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছেন। 

বলিউড ইন্ডাস্ট্রিতে ১১৮টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ভাইজান। তার পরবর্তী ছবি নিয়ে ভক্তদের যেমন উত্তেজনা থাকে, তেমনি প্রায় একটি প্রশ্ন সবাই জানতে চান— সালমান খান কবে বিয়ে করছেন? সম্প্রতি ভাইজানের বিয়ে নিয়ে কথা বলেছেন তার বাবা সেলিম খান। 

বেশ কিছু দিন আগে সালমান খানের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তার বাবা সেলিম খান একটি মন্তব্য করেন। তিনি কমলনাথের সঙ্গে কথোপকথনে বলেছিলেন— আমি জানি না সালমান কী চায়। তার চিন্তাভাবনায় কিছুটা দ্বন্দ্ব রয়েছে, যার কারণে তার বিয়ে হয়নি।

সেলিম খান বলেন, যার সঙ্গে কাজ করার সুযোগ পায়, তার প্রতি সালমান আকৃষ্ট হন। সালমান সাধারণত নায়িকার সঙ্গে সহজেই ঘনিষ্ঠ হয়ে যান। তিনি বলেন, বেশিরভাগ সময় সালমান ছবির নায়িকাদের পছন্দ করেন। তিনি আরও বলেন, যখন সালমান কোনো অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থাকেন, তখন তিনি তার মধ্যে তার মায়ের গুণগুলো খোঁজেন।

তিনি বলেন, একজন ক্যারিয়ারমুখী নারী আশা করতে পারে না যে, সে তার ক্যারিয়ার ছেড়ে ঘর সামলাবে। কেন তাকে এটা করতে হবে? এমন একজন কর্ম করা অভিনেত্রী বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারে, বাড়ির কাজে সাহায্য করতে পারে, দুপুরের খাবার তৈরি করতে পারে— তবে এটি ভাবা ঠিক নয়। কারণ এটা সম্ভব নয়।

এদিকে সালমান খানের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি। সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, সোমি আলি, সংগীতা বিজলানী ছাড়াও সালমান খানের নাম অনেক বলিউড অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। অনেকবার ভাইজানের বিয়ের নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি কাউকেই বিয়ে করেননি। সে কারণে ভাইজানের বিয়ে না করার কারণ ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল তৈরি করেছে।

উল্লেখ্য, ভাইজান এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিকান্দার ছবি নিয়ে। সম্পতি ভাইজানের জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল ছবির টিজার, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে