বিনোদন ডেস্ক : আমিতাভের শারীরিক অবস্থা ভালো নেই! এমন চিন্তা তার ভক্তদের মাঝে। তবে ভক্ত অনুরাগীদের এমন চিন্তার কোন কারণ নেই। অমিতাভ জানিয়েছেন তিনি ভালো আছেন।
অমিতাভ বচ্চন তার ভক্ত অনুরাগিদের উদ্বেগ কমাতে ব্লগ পোস্টে নিজের শরীর স্বাস্থ্যের খবর জানিয়েছেন। রবিবার নিজের ব্লগে স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত লেখেন বলিউডের এই শাহেন শাহ।
তিনি লেখেন, ‘আমি সেরে উঠছি, যদিও একটু ধীরে!’ পরিবারের সদস্যদের প্রতি তিনি উদ্বেগ কমাতে অনুরোধ করেন। একই পোস্টে তিনি জানান, তাকে উচ্চমাত্রার বেদনানাশক নিতে হচ্ছে প্রায়ই। কিন্তু এরমধ্যেই তিনি এক বন্ধুর মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন অমিতাভ বচ্চন। এ কারণে ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন