মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৪:০৫

সিনেমা করবেন না শাহরুখ পুত্র আরিয়ান

সিনেমা করবেন না শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক : বয়স ১৮। বাবার নাম শাহরুখ খান। কিন্তু তাতে কী? বাবার ছায়া কাটিয়ে ইতিমধ্যেই নিজস্ব ফ্যান-ফলোয়িং তৈরি হয়েছে তার। তিনি ‘টিন সেনসেশন’-এর নতুন নাম। আরিয়ান খান।

কখনো বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনো বা অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পেজ থ্রি-তে জায়গা করে নেন। এ হেন আরিয়ানকে নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক করন জোহর। বি-টাউনের জোর খবর, চিত্রনাট্য লেখার কাজও হয়ে গিয়েছিল। শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। কিন্তু সেই কাজ আপাতত পিছিয়ে গেল। অভিনয়ের ইচ্ছে থেকে সরে এলেন আরিয়ান।
কেন জানেন?

শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, এখন হায়ার স্টাডিতেই মন দিতে চান আরিয়ান। শেষ করতে চান তার পড়াশোনা। কারণ, শাহরুখ মনে করেন, এখনই অভিনয় শুরু করলে ক্ষতি হতে পারে আরিয়ানের কেরিয়ার। আরিয়ানের নিজেরও তাই মত। সে কারণেই এই পিছিয়ে আসার সিদ্ধান্ত। অন্তত চার বছর মন দিয়ে কেরিয়ার তৈরি করতে চান তিনি। তার পর ফিরবেন অভিনয়ে। আফটার অল অভিনয় তার রক্তে। তাই শেষ পর্যন্ত সেই ভালোবাসার কাছে ফিরতেই হবে।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে