বিনোদন ডেস্ক : ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির চিরস্মরণীয় দুর্ধর্ষ ভিলেন ‘মোগাম্বো’ অমরীশ পুরী। তিনি ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। শুধু ভিলেন নয়, পজিটিভ রোলে অভিনয় করেও দর্শকদের মনে দাগ কেটেছিলেন অমরীশ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একটা সময় খুব টাকার অভাব দেখা দিয়েছিল অমরীশের। পরিবারের কেউ তাকে সাহায্য করেননি। এমনকি তার বড় ভাইও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।
অভাবে জীবন বীমা বিক্রি করতে হয়েছিল অমরীশকে। তবে হাজার চড়াই উতরাইয়ের মধ্যেও নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন সুন্দরভাবেই। শখ ছিল বাইকের। মোটর সাইকেলে চেপে নানা জায়গায় বেরিয়ে পড়তেন। পকেট ফাঁকা হলেই কাজে ফিরতেন।
এদিকে অমরীশ ছিলেন পরিচালক সত্যজিৎ রায়ের ভীষণ ভক্ত। প্রত্যেক জন্মদিনে সত্যজিৎ রায়ের ছবি দেখতেন তিনি। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন সত্যজিতের ছেলে পরিচালক সন্দীপ রায়।
সন্দীপ রায় গণমাধ্যমকে বলেন, ‘এই তথ্যটা শুনে আমি আনন্দ পাচ্ছি। আমার সঙ্গে অমরীশ পুরীর পরিচয় না থাকলেও তাকে সর্বকালের সেরা অভিনেতা হিসেবেই মনে হয়েছে। চমৎকার ছিলেন মানুষটি। বাবাও তার কাজ পছন্দ করতেন। এ নিয়ে কথাও হত বাবার সঙ্গে।’
প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ ছবিতে ‘মোগ্যাম্বো’র চরিত্রের জন্য নাকি প্রথম পছন্দ ছিলেন না অমরীশ পুরীই। প্রথমে ভাবা হয়েছিল অভিনেতা অনুপম খেরকে। দ্বিতীয় চয়েস হলেও, সেই চরিত্র যে কাল্ট, তা আর বলার অপেক্ষা রাখে না।