মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫১:৩৩

বন্ধুদেরও ভাগাভাগি করে নিচ্ছেন রণবীর ও ক্যাটরিনা!

বন্ধুদেরও ভাগাভাগি করে নিচ্ছেন রণবীর ও ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্রেকআপ এ আর নতুন কিছু না। তবে নতুন হল, এবার তারা বন্ধুদেরও ভাগাভাগি করতে শুরু করেছেন। এমনকি এক সাথে শুটিং করার সিদ্ধান্তও পরিহার করেছেন এই আলোচিত যুগল।

ভাবতে পারেন বন্ধুদের আবার ভাগাভাগি কি করে করলেন? তাহলে বলছি, বলিউডের সেলেব্রিটি প্রোডাকশন ম্যানেজার মনমোহন শেঠির মেয়ে আরতি রণবীর এবং ক্যাটরিনা দুজনেরই খুব ভাল বন্ধু। ক্লোজড সার্কেল পার্টি মানেই আরতির উপস্থিতি অনিবার্য। কিন্তু এবারের ছবিটা দেখা গেল সম্পূর্ণই আলাদা।

আরতির জন্মদিনের পার্টিতে হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে ঢুকতে দেখা গেল রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মাকে। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও। মাঝরাত পর্যন্ত চলে পার্টি। খুব বেশি বাইরের লোক না-থাকলেও বলিউডের অনেকেই আসেন। কিন্তু ‘জিগরি দোস্ত’ ক্যাটরিনার দেখা পাওয়া গেল না এই পার্টিতে। বলি-দুনিয়ার চাপা গুঞ্জন দু’জনের মধ্যে বন্ধুও নাকি ভাগ হয়ে গিয়েছে। আলাদা আলাদা ফ্রেন্ড সার্কেল তৈরি করে নিচ্ছেন রণবীর এবং ক্যাটরিনা।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে