বিনোদন ডেস্ক : বিরাট কোহলির সাথে আনুশকা শর্মার আর রণবীরের সাথে ক্যাটরিনার ব্রেকআপ হয়েছে ক'দিন হল। তবে তাদের এই ব্রেকআপ নিয়ে বলিউডপাড়ায় চলছে নানা গুঞ্জন। সম্প্রতি সে গুঞ্জণটা মোড় নিচ্ছে ভিন্ন দিকে।
সম্প্রতি আনুশকা শর্মাকে দেখা যাচ্ছে রণবীরের সাথে বেশ ঘনিষ্ঠভাবে চলাফেরা আর পার্টিতে আসা যাওয়া করতে। আবার ক্যাটরিনা কাইফকে দেখা যাচ্ছে সালমান খানের সাথে। এসব নিয়ে এখন বলিউডে আলোচনার অন্ত নেই।
কেউ কেউ বলছেন, ক্যাটরিনার সাথে রণবীরের ছাড়াছাড়ির কারণেই কি বিরাটকে পরিত্যাগ করেছেন আনুশকা? এর কারণ হিসেব অনেকই বলছেন, রণবীরের প্রতি আনুশকার একটা সফট কর্ণার আগের থেকেই ছিল। গুঞ্জনও ছির তাদের মাঝে কিছু একটা সম্পর্ক আছে। তবে তাদের মধ্যে বিচ্ছেদের পর আজকাল রণবীর আর আনুশকাকে খুবই ঘনিষ্ঠ দেখা যাচ্ছে। তাই জল্পনাটা একটু বেশিই হচ্ছে।
সম্প্রতি দেখা গেল, একটি জন্মদিনের পার্টিতে হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে ঢুকতে দেখা গেল রণবীর কাপুর এবং আনুশকা শর্মাকে। মাঝরাত পর্যন্ত চলা ওই পার্টিতে তারা দুজন ছিলেন বেশ অন্তরঙ্গ। মূলত এরপর থেকেই গুঞ্জন আর গুঞ্জন। তবে কি রণবীর আনুশকার মাঝে কিছু হচ্ছে?
অন্যদিকে ক্যাটরিনাও নতুন করে বেশ ঘনিষ্ঠ হচ্ছেন তার প্রাক্তন প্রেমিক সালমান খানের সাথে। যার ফলে মধ্যরাতেও তারা বেড়িয়ে পড়ছেন লং-ড্রাইভে। যা নিয়ে নানা ধরণের জল্পনা রয়েছে বলিউডে।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন