বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যা করা হবে! আর এমন হুমকি দিয়েছেন এক অজ্ঞাতনামা ব্যক্তি! সে-ও আবার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে এ হুমকি দেয়া হয়! এ ঘটনায় পুলিশও তৎপর হয়ে উঠেছে।
জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাই শহরের পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমান খানকে হত্যার হুমকি দেন অজ্ঞাত এক ব্যক্তি। তবে, পুলিশ মনে করছে এটি নিছক একটি মিথ্যা হুমকি। এ কারণে বিষয়টি নিয়ে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কিন্তু হুমকির বিষয়টি খুব ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ। এমনকি ফোনকলটি কোন স্থান থেকে করা হয়েছিল, এরই মধ্যে তা খুঁজে বের করতে সক্ষম হয়েছে তারা।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে কোন রকম বক্তব্য পাওয়া যায় নি। তবে বিষয়টি একদমই হালকাভাবে নিচ্ছে না মুম্বাই পুলিশ। বেশ তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন।
২৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন